নিষিদ্ধ পলিথিন মোড়ানো পোস্টারে নির্বাচনী প্রচারণা

সিলেট

সিলেট নগরীর রিকাবীবাজার, চৌহাট্টাসহ বেশ কয়েকটি মোড়ে ও সড়কের ওপর সাঁটানো হয়েছে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পোস্টার। যার সব কটিই পলিথিনে মোড়ানো, লেমিনেটিং করা।

সিলেটের ৬টি আসনের প্রায় সব প্রার্থীই নিজ নিজ এলাকায় পলিথিনে মুড়িয়ে পোস্টার সাঁটিয়াছেন। অথচ লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে উচ্চ আদালতের। সেই নিষেধাজ্ঞা মানছেন না আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে সিলেটের ৬টি আসনে চলছে প্রচার। জেলার ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ প্রার্থী। গত সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এই প্রচারের প্রথম ধাপ শুরু হয় পোস্টার সাঁটানোর মাধ্যমে। সিলেটের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও পলিথিনে মুড়িয়ে পোস্টার সাঁটিয়াছেন। পলিথিনে মোড়ানো এই পোস্টারে আচরণবিধি লঙ্ঘন হলেও আশ্চর্যজনকভাবে এসব নজরে আসছে না নির্বাচন কমিশনে (ইসি) দায়িত্বরতদের।

কুয়াশা বা বৃষ্টিতে নষ্ট হওয়া থেকে বাঁচাতে প্রায় সব প্রার্থীই পোস্টার লেমিনেটিং করে টাঙিয়েছেন। ফলে কেবল সিলেট নগরী নয়, জেলার প্রতিটি উপজেলা সড়কেও ছেয়ে গেছে পলিথিনে মোড়ানো পোস্টারে, যা পরিবেশের জন্য হুমকি বলে মনে করছেন পরিবেশকর্মীরা।

এ বিষয়ে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘পলিথিনে পোস্টার মোড়ানোতে নিষেধাজ্ঞা আছে কি না আমার জানা নেই।’

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীরা পোস্টারে পলিথিনের ব্যবহার করছেন, যা সবার চোখে পড়ছে। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো কর্তার চেখে পড়েনি। অদৃশ্য কারণে তারা এ জন্য কোনো প্রার্থীকে শোকজও করেননি। প্রার্থীরা যদি জনপ্রতিনিধিই হন তাহলে তো তাদের জনগণের কথা চিন্তা করা উচিত। কিন্তু প্রার্থীরাও নিজেদের স্বার্থে জনগণকে হুমকির মুখে রাখছেন।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আখতার বলেন, ‘২০২০ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে পলিথিনের ব্যবহার বন্ধে এক আইনজীবীর উচ্চ আদালতে রিট করেন। এ রিটের পরিপ্রেক্ষিতে আদেশে যেকোনো নির্বাচনী প্রচারে লেমিনেটেড পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে সারা দেশে লেমিনেটেড পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই নির্দেশনা কেউ মানছেন না।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ‘পলিথিনে পোস্টার মুড়িয়ে নির্বাচনী প্রচারের কোনো সুযোগ নেই। এটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। সিলেটে পলিথিনে মোড়ানো পোস্টার এখনো আমাদের নজরে আসেনি। কোনো প্রার্থী এ ধরনের কাজ করলে আমরা ব্যবস্থা নেব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *