নুরুল হুদা মুকুটকে সম্মাননা স্মারক প্রদান

সুনামগঞ্জ

দিরাই প্রতিনিধি ::

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে সম্মাননা স্মারক প্রদান করেছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম কলম শক্তি ডটকম। মঙ্গলবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টের জালাল সিটি সেন্টারের দোতলায় কলম শক্তি ডটকম-এর নিজস্ব অফিস পরিদর্শনে যান নুরুল হুদা মুকুট। কলম শক্তি ডটকম-এর প্রধান সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ সরদারের পক্ষ থেকে নিউজ পোর্টালের উপদেষ্টা ফারুক সরদার সম্মাননা স্মারকটি নুরুল হুদা মুকুটের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামী লীগ নেতা করম উদ্দিন, মতিউর রহমান, আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাংবাদিক হিল্লোল পুরকায়স্থ, রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, আক্তার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, দিপংকর বনিক দিপু, রবিনুর চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *