সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকায় রীতিমতো একাট্টা আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক সাংসদ এবং সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকু রহমান চৌধুরী। একজন প্রার্থী হিসাবে, অপরজন বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য সুরক্ষায়। শুধু তারাই নয়, সঙ্গে বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সর্বস্থরের নেতাকর্মীও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সিটি করপোরেশনের মেয়রের পদ পুনরুদ্ধারে তার উপরই আস্তা রেখেছেন। আনোরুজ্জামান একসময় সিলেট শহরেই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। একজন ছাত্রলীগার হিসাবে আধ্যাত্মিক এই নগরীটা তার নখদর্পনে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে আরও অনেক ত্যাগী নেতার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর আস্তায় আনোয়ারুজ্জামানেই আস্তা রাখছেন সবাই।
এদিকে শফিকুর রহমান চৌধুরীও দেশে-বিদেশে একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা হিসাবে পরিচিত। জেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জেলাজুড়ে তার সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দু’জন আবার একই নির্বাচনী এলাকার মানুষ।
আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরপরই তার এবং নৌকার পক্ষে তৎপরতা শুরু করেছেন শফিক চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদ মিলনায়তনে। বৈঠকে নৌকার জয়ের ব্যাপারে দুই চৌধুরীই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।
বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও নৌকার পক্ষে কাজ করার ব্যাপারে ঐক্যবদ্ধ। তারা সিলেট সিটি করপোরেশন এলাকায় থাকা নিজেদেও আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের কাছে ভোট প্রার্থনার জন্য ছুটছেন বলেও বৈঠকে জানানো হয়। আগামী দিনগুলোতেও তারা নিজের এলাকার ভোটার ছাড়াও দলে দলে নগরবাসীর কাছে ভোটের জন্য যাওয়া এবং প্রচারনায় ভিন্নমাত্রা সংযোগের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, শুধু শফিকুর রহমান বা আনোয়ারুজ্জামানই নয়, সিসিক নির্বাচনে এবার বিশ্বনাথ এবং ওসমানীনগরবাসীও নৌকার পক্ষে ইতিবাচক উদাহরণ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদের সভাপতিত্বে ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কির প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগে ওসমানীনগর বিশ্বনাথের নেতৃবৃন্দ ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন