নৌকা মার্কার সমর্থনে ১৪ দলের পথসভা ও গণসংযোগ

সিলেট

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে ১৪দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ বিকাল ৪টায় নগরীর শাহপরান (র) পয়েন্টে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট  জেলা শাখার সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনু্ষ্ঠিত পথসভা শেষে ১৪ দলের নেতৃবৃন্দ শাহপরান বাজার ও তৎসংলগ্ন এলাকায় গণসংযোগ করেন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি জননেতা আরিফ মিয়া, সাম্যবাদী দলের জেলা সম্পাদক কমরেড ব্রজগোপাল চৌধুরী, জাতীয় পার্টি (জেপি) জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, গণতন্ত্রী পার্টি সিলেট মহানগর শাখার সভাপতি অধক্ষ প্রাণগোপাল দাস, জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা আব্দুল হান্নান, জেলা জাসদের মুকুল আহমদ পুতুল, মহানগর শাখার মাহমুদুল হক চৌধুরী,  গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ  সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, গুলজার আহমদ,  আজিজুর রহমান খোকন,মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, সাম্যবাদী দলের  আজাদ আলী তালুকদার, মোবাশ্বির আলী, ওয়ার্কার্স পার্টির  মহিতোষ চৌধুরী প্রাশাদ,কাজী আলফাজ হোসেন, মাসুদ রানা চৌধুরী,মোবাশ্বির আলী প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য  নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আস্হা রাখুন,মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের আলোকে স্মার্ট সিলেট নগরী গড়তে, একটি দুর্নীতিমুক্ত, জলাবদ্ধতাহীন পরিচ্ছন্ন সুপরিকল্পিত নগরী গড়তে ২১জুনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেতা আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *