১২জন তরুণ-তরুণী। সবার বয়স ১৬-২০এর কোঠায়। এসেছেন মোগলাবাজার থানা এলাকার রিজেন্ট পার্কে। পার্ক মানে বিনোদন বা খোলা আকাশে বাতাস গায়ে লাগানো। কিন্তু এই রিজেন্ট পার্ক কর্তৃপক্ষ রেখেছে শয়ন কক্ষ। ভাড়ায় রুম বুক করে নির্জনে ফুর্তি করার ব্যবস্থা।
স্থানীয় এলাকার যুবকরা হানা দেয় পার্কে ৬টি রুম থেকে আটক করা হয় ১২জন উঠতি বয়সি তরুণ-তরুণীদের।
শেয়ার করুন