আজ চাঁদ দেখা গেলে বৃহস্পতি অথবা শুক্রবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আর রমজান মাসে মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও সরকারি প্রাথমিক স্কুল খোলা থাকবে ৭ এপ্রিল পর্যন্ত।
এ পরিস্থিতিতে রোজায় প্রাথমিক বিদ্যালয়ে ছুটির দাবি জানিয়েছেন প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে এ দাবির পক্ষে সরব। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন ছুটি নির্ধারণের দাবি সংগঠনগুলোর।
অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ছুটি সমন্বয় করতে সংগঠনের বাইরেও অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে (ডিপিই) লিখিতভাবে আবেদন করেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়।
আজ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দীন প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর লিখিত আবেদনে উল্লেখ করেন, রমজানে প্রাথমিক বিদ্যালয় ১৪ দিন খোলা থাকবে।
চৈত্র মাসের প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া শিক্ষকদের খুবই কষ্টসাধ্য হবে। ৮০ শতাংশ নারী শিক্ষক সেহরি প্রস্তুত করে সংসারে খাওয়া-দাওয়া করে সারাদিন স্কুল শেষে আবার ইফতারির আগে ইফতারের প্রস্তুতি, সংসার পরিচালনা খুবই কষ্টকর হবে। তাছাড়া রমজান হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উপযুক্ত মাস।
শেয়ার করুন