দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট হচ্ছে সম্প্রীতির নগরী। এখানে যুগযুগ ধরে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একই সাথে বসবাস করছেন। কোনো ধর্মীয় হানাহানি ও সংঘাত নেই। প্রতিটি মানুষ শান্তিপূর্ণভাবে নিজনিজ ধর্ম পালন করছেন। উৎসব আয়োজনে আনন্দ ভাগাভাগি করছেন একে অন্যের সাথে।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ নগরীর নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশনে পূজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, ক্লাব সদস্য আশরাফ আহমদ প্রমুখ।
মন্ডপ পরিদর্শনের আগে নেতৃবৃন্দ সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শেয়ার করুন