এম.এ শরিফ
জেলা প্রতিনিধি ভোলা:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চলমান নিয়োগপ্রক্রিয়ায় সর্বোচ্চসংখ্যক শূন্য পদে নিয়োগ এবং পদসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীরা। এ দাবিতে আজ রোববার ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী বরাবর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় স্মারক লিপি দাখিল করেন আজ ভোলাসহ ৫৭ জেলায় জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।চলমান নিয়োগপ্রক্রিয়ায় সর্বোচ্চসংখ্যক শূন্য পদে নিয়োগের দাবিতে আজ ৫৭ জেলায় জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি। ডিসি স্যার এবং শিক্ষা অফিসাররা আন্তরিকতার সঙ্গে আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। আশা করছি, বেকারদের দুর্দশার কথা চিন্তা করে পদসংখ্যা বাড়ানো হবে এবং সর্বোচ্চসংখ্যক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে আমাদের দাবি।
শেয়ার করুন