প্লাস্টিক বোতলমুক্ত প্রধান উপদেষ্টার দপ্তর যমুনা

জাতীয়

ইচ্ছে করলেই বদলে দেয়া যায়। তার এক উদাহরণ সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সেখানে এতদিন প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করা হতো পান করার জন্য। সেই প্লাস্টিক বোতল এখন যমুনায় যাচ্ছে না। তার পরিবর্তে এসেছে জগ ও গ্লাস। প্রধান উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী, অতিথি কারো জন্যই থাকছে না বোতলের পানি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, যখন আমি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নতুন কাজে যোগ দিই, তখন সর্বত্রই ছিল বোতলজাত পানির ব্যবহার। প্রতিটি ডাইনিং টেবিলেই দেখা যেতো আধা লিটার প্লাস্টিকের বোতল।

প্রধান উপদেষ্টার অফিস এই যমুনা। এখানে আসা অতিথিরা ডিসপোজেবল প্লাস্টিকের বোতল থেকে পানি পান করেন।

কিন্তু প্রায় তিন সপ্তাহ পর এসব বোতল হাওয়া হয়ে গেছে। তার স্থানে এসেছে গ্লাস। উপদেষ্টা পরিষদ আজ তাদের সাপ্তাহিক মিটিং করলেন এবং টেবিলে এলো পানির জগ ও গ্লাস। এই উদ্যোগ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তার সহকর্মী উপদেষ্টাদের বলেছেন, তাদের উচিত হবে প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করা। এতে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এখন কার্যত যমুনাকে দেখা যাবে প্লাস্টিকের বোতলমুক্ত এলাকা হিসেবে। প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটা করা যাবে না। কিন্তু প্রায় এক সপ্তাহ হলো আমরা প্লাস্টিকের বোতলজাত পানি ব্যবহার করছি না। আমি ভুলেই গিয়েছি যে, এক সপ্তাহ আগে দিনে কমপক্ষে আধা ডজন প্লাস্টিকের বোতল থেকে পানি পান করতাম।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *