তানজিল হোসেন, গোয়াইনঘাট (সিলেট): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৬নং ফতেপুর ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ মে ) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজারে আহ্বায়ক কমিটির নব নির্বাচিত আহ্বায়ক ইমাম ফেরদৌস ডালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাবুলের সঞ্চালনায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম (মেম্বার), শ্রমিকদলের ইউনিয়ন সভাপতি গোলজার আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জিল্লুর রহমান, শাহ আলম, শহীদুল্লাহ্, রিয়াজ উদ্দিন ও আনওয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা নিয়াজ হাসান নান্না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, ছাত্রনেতা কামিনুর রশীদ, মামুনুর রশীদ, সেলিম আহমদ, সদস্য আব্দুল মালিক, ইসমাইল আলী, বশির উদ্দিন, ফারুক আহমদ, আসাদ হোসেন, সুফিয়ান আহমদ, আমিনুল ইসলাম, আবিদুর রহমান, কেফাত, ফারুক ও নাছির উদ্দিন প্রমুখ।
শেয়ার করুন