সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করেছে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করে এই পদে অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ অক্টোবর সিলেট আদালতে জিপি, পিপি, এডিশনাল পিপি ও এপিপি পদে ১০৩ জনকে নিয়োগ দেওয়া হয়।পিপি পদে নিয়োগ পান অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন। সে সময় সিলেট জেলা ও দায়রা জজ আদালতে পিপি হিসেবে নিয়োগ পান এ টি এম ফয়েজ উদ্দিন। এই খবর জানাজানি হলে নবনিযুক্ত পিপি ফয়েজকে প্রত্যাখ্যানসহ তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আদালতপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এই আন্দোলনের ১৫ দিনের মাথায় পিপি পদ হারালেন অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন।
এ টি এম ফয়েজের নিয়োগ বাতিল ও অ্যাডভোকেট মো. আশিক উদ্দিনকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী।
শেয়ার করুন