ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ডে শেষে এবার বাড্ডায় এক ব্যক্তিকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে আরও চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে শনিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্র, শিক্ষা ও পরে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করা দীপু মনিকে সোমবার সন্ধ্যায় বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলায় তাকে চার দিন ধরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছিলেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিন। শনিবার সেই মেয়াদ শেষ হলে ফের আদালতে হাজির করে বাড্ডায় এক ব্যক্তিকে হত্যার মামলায় তার রিমান্ড চাওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে ফুজি টাওয়ারের উত্তর পাশে গুলিতে নিহত হন সুমন সিকদার (৩১) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দীপু মনিসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলাও হয়েছে। এ মামলায় দীপু মনির বড় ভাই ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১২০০ জনকে।
বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন।
ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মত দীপু মনিও প্রকাশ্যে ছিলেন না। সরকার পতনের দুই সপ্তাহের মাথায় ১৯ অগাস্ট সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শেয়ার করুন