বন্দরবাজারে ছাত্রদল ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

সিলেট

বিএনপি-জমায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সিলেট নগরের বন্দরবাজারে এলাকায় ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ছাত্রলীগ নেতা এইচ আর মুহিব, সুজেল তালুকদারসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে এগারোটার দিকে নগরের বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেটের পাশের গলি দিয়ে ছাত্রদলের একটি মিছিল বন্দরবাজার আসে। তারা কিছুক্ষণ সেখানে পিকেটিং করার পর পুলিশের একটি লেগুনা বন্দর থেকে করিমউল্লাহ মার্কেটের সামনে এলে সেটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর ঘুরে ধোপাদিঘির পয়েন্টের দিকে রওয়ানা দেওয়ার সঙ্গে সঙ্গে লাল দিঘিরপার গলি থেকে ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী বেরিয়ে আসেন। একই সময়ে কোর্টপয়েন্ট থেকে বন্দরবাজারের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মিছিল নিয়ে বন্দরবাজারের দিকে আসছিলেন। এ সময় তাদের উপর হামলা চালায় শিবির। সঙ্গে যোগ দেয় ছাত্রদলও। এ সময় ছাত্রলীগ নেতা এইচ আর মুহিবকে মোটরসাইকেল থেকে টান নিয়ে নামিয়ে ফেলে শিবির। এ সময় শিবিরের হামলায় আহত হন তিনি। হামলায় আঘাতপ্রাপ্ত হন ছাত্রলীগ নেতা সুজেল তালুকদারসহ আরও কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী। তিন পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে। পরে সেখানে দেবাংশু দাস মিঠুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ সেখানে আসে। পুলিশও ঘটনাস্থলে এসে পৌছায়। পরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিলে হামলাকারীদের ধাওয়া করলে তারা লালদিঘীর পার হয়ে পালিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *