বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে সিলেট নগর জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

সিলেট

বন্যায় ক্ষতিগ্রস্ত সকল শ্রেণীপেশার
মানুষকে ঈদ আনন্দে শামিল করা উচিত
——মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক বন্যায় বৃহত্তর সিলেটের সকল শ্রেণীপেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকেই বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এরপরও অনেক শ্রেণীপেশার মানুষ রয়েছেন যারা লোকলজ্জার কারণে সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী এধরনের মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে। এর মাধ্যমে তাদেরকে ঈদ আনন্দে শামিল করা যাবে। সামর্থ্য অনুযায়ী স্ব স্ব অবস্থান থেকে সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত।
তিনি বৃহস্পতিবার ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসার নন এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী, সাংবাদিক-সংস্কৃতিকর্মী ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা জাহেদুর রহমান চৌধুরী, শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর, প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, গোলাম রব্বানী, জসিম উদ্দিন, শামীম আহমদ ও মোস্তফা কামাল প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *