বন্যায় গোয়াইনঘাটের চার পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করলেন ইউএনও

সিলেট

 

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতি অবনতি ঘটায় জনস্বার্থে ও জননিরাপত্তা বিবেচনায় প্রকৃতিকন্যা জাফলং, রাতারগুল, বিছনাকান্দি ও পান্থুমাই পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহবায়ক মো. তৌহিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

উপজেলা প্রশাসন জানায়, বিগত পাঁচদিনের টানা ভারি বৃষ্টিপাত ও সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে। পিয়াইন, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এবং উপজেলাধীন পর্যটন স্পটসমূহ বন্যায় প্লাবিত হয়েছে। এমতাবস্থায় জনস্বার্থে ও পর্যটকদের জানমালের রক্ষার্থে ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ও পান্থুমাইসহ সকল পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়নের ২০৬টি গ্রাম ইতোমধ্যে বন্যায় প্লাবিত রয়েছে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ চারটি সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *