মো আরিফুল ইসলাম সিকদার:
বরকলে বন্যাকবলিত মানুষদের মাঝে আজ ত্রান বিতরন করা হয়।২৯৯ নং আসনের সংসদ সদস্য দিপঙ্কর তালুকদার এমপির পক্ষে ত্রান বিতরন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সবিরা কুমার চাকমা।
এসময় তিনি বন্যার্তদের সার্বিক খোজ খবর নেন এবং তাদেরকে পর্যাপ্ত ত্রান সহায়তা দেবার প্রতিশ্রুতি দেন এবং দুর্যোগ পরবর্তী রাস্তাঘাট মেরামতসহ অন্যান্য বিষয়ে সহযোগীতা করার আশ্বাস দেন।
তিনি আরো বলেন,দিপঙ্কর তালুকদার এমপি সব সময় অত্র এলাকার খোজ নিচ্ছেন।খুব শীঘ্রই অত্র এলাকার পরিস্থিতি উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উক্ত ত্রান বিতর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো সাইদুল,বরকল উপজেলা আহবায়ক নজরুল ইসলাম,যুগ্ন আহবায়ক দুলাল তালুকদার,ভুষনছড়া ইউপি চেয়ারম্যান ও বরকল উপজেলা যুবলীগের সভাপতি মো মামুনর রশিদ মামুন,উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রুষো খীসা,বরকল থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম,নাছিড় উদ্দিন মহারাজ,মো আউয়াল সিকদার,আজমত আলীসহ আরো অনেকে।
এসময় বন্যার্তদের বিশুদ্ধ পানির জন্য উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রুষো খীসা উপস্থিত সকলকে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করেন।
শেয়ার করুন