ঢাকার ধামরাইয়ে একটি বসতঘর থেকে ১২টি বিষধর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে।
গত সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের মোস্তফা মিয়ার বসতঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা বলেন, মাটির মেঝের ঘরে বহুদিন ধরেই ইঁদুরের গর্ত ছিল। পরে ঈদের আগেরদিন রাতে প্রথমে একটি সাপ দেখতে পাই। সেদিন একটি গর্তের মুখ বন্ধ করে রাখি। পরে ঈদের দিন রাতে ফের ঘরের ফ্রিজের পাশের গর্তের মুখ থেকে একটি সাপের মুখ দেখতে পাই। সেটি বের হলে পিটিয়ে মারা হয়। এরপর আরেকটি বের হয়। সেটাকেও মারি। এরপর গর্ত খুঁড়তেই একে একে ১০টি সাপের বাচ্চা বের হয় ও একটি বড় সাপও। পরেরদিন সকালে আরেকটি সাপ বের হয়। পরে আশপাশের লোকজন মিলে সাপগুলো মেরে ফেলি।
এদিকে এই সাপ বের হওয়ার পর থেকেই আতঙ্কে দিন পার করছেন ওই পরিবারের সদস্যরা। পরিবারের সদস্য আলমগীর হোসেন বলেন, রাতে মাটি খুঁড়ে ১১টি আর পরেরদিন আরেকটি সাপ বের করে মারা হয়েছে। এ ছাড়া ২২টি সাপের ডিমের খোলসও পেয়েছি। আমাদের ধারণা, আরও সাপ থাকতে পারে। এখন বাড়িতে থাকতেই আতঙ্ক লাগছে।
ধামরাই উপজেলা বন কর্মকর্তা মো. মোতালিব-আল-মোমিন বলেন, আমরা বিষয়টি জানি না। জানলে তো ব্যবস্থা নেওয়া যেতো। এরপর যদি সাপ বের হয় আমরা খবর পেলে দ্রুত এসে সেগুলো উদ্ধারে ব্যবস্থা নেবো।
শেয়ার করুন