বহুমত ও পথকে ধারন করে গণতান্ত্রিক সংস্কৃতি নির্মান করতে হবে

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট প্রতিনিধি

বহুমত ও পথকে ধারণ করে শন্তিপূর্ণ সহাবস্থানের গণতান্ত্রিক সংস্কৃতি নির্মান করতে হবে। সমাজ ও রাস্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে সর্বত্র। ধর্ম যার যার রাস্ট্র হবে সবার। ২ অক্টোবর রবিবার সকালে মোংলা চৌধুরীর মোড়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), সুশাসনের জন্য নাগরিক-সুজন ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র ব্রেভ ইয়ুথ গ্রুপ’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় ”সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” শ্লোগানে মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সুজন’র সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক নেতা পান্না লাল দে, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ’র তুহিন আফসারি, পিস এ্যাম্বাসেডর শেখ শাকির হোসেন, সিপিবি নেতা কমরেড নাজমুল হক, যুবলীগ নেতা সোহাগ হাওলাদার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, বিএনপি নেতা আব্দুর রশিদ হাওলাদার, ব্রেভ ইয়ুথ গ্রুপ’র কাজী মিজানুর রহমান, নারীনেত্রী কমলা সরকার, শেফালী, ইয়ুথ লিডার শেখ রাসেল, মো. শাহ আলম, হাসিব সরদার প্রমূখ। উল্ল্যেখ্য ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবরকে আন্তির্জাতিক অহিংস দিবস পালনের সিদ্ধান্ত ঘোষিত হয়।###

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *