বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

খেলাধুলা

বাংলাদেশের হয়ে খেলতে আজ সকালে দেশে এসেছেন হামজা চৌধুরী। বরণ করে নিতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফের কর্মকর্তারা তো ছিলেনই সঙ্গে তাকে দেখতে হাজারো ভক্ত-সমর্থক ভিড় জমায়।

হামজার দেশে ফেরা কাভার করতে উপস্থিত হন সংবাদমাধ্যমের কর্মীরাসহ প্রচুর ইউটিউবার। বিমানবন্দরে নেমেই হামজা তার অভিষেক ম্যাচের প্রতিপক্ষ ভারতকে হারানোর হুংকার দিয়ে বলেছেন, ‘আমাজিং আমাজিং, দেশে ফিরে ভালো লাগছে।

খুবই রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি। সে মাফিক খেলতে পারলে আশা করি আমরা ভারতকে হারাতে পারব।

আগামী ২৫ মার্চ শিলংয়ে হতে যাওয়া ম্যাচে কত নম্বর জার্সি নিয়ে মাঠে নামবেন হামজা তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে। আজ তার পছন্দের জার্সি নম্বর জানতে চাওয়া হলে তিনি উত্তরে জানান, ৮ নম্বর জার্সি পরে খেলতে চান তিনি।

বর্তমানে ৮ নম্বর জার্সি পরে খেলছেন চন্দন রায়। তার আগে বাংলাদেশের হয়ে এই নম্বরে প্রতিনিধিত্ব করেছেন এমন ফুটবলারদের মধ্যে অন্যতম মামুনুল মামুন-এনামুল হক-সাদ উদ্দিনরা।

হামজা তার পেশাদার ক্যারিয়ারে বেশ কটি জার্সি নম্বরে খেলেছেন। তার মধ্যে লেস্টার সিটির হয়ে ৩৮ নম্বর দিয়ে শুরু করলেও পরের তিন মৌসুম ২০ নম্বর ও সর্বশেষ দুই মৌসুম ১৭ নম্বর জার্সিতে খেলেছেন। আর বর্তমান ক্লাব শেফিল্ডে তার জার্সি নম্বর হচ্ছে ২৪।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *