বাংলাদেশের উত্তরাঞ্চলসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিট ৩৫ সেকেন্ডে হওয়া এ ভূমিকম্পের উৎপত্তি মেঘালয়ের মাত্র ১২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
ভূমিকম্পে বাংলাদেশ ও ভারতের কিছু অংশ কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ২৬ নভেম্বর ভোর ৫টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮।
চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪২ কিলোমিটার।
শেয়ার করুন