খেলাধুলা শরীর ও মনকে করে জাগ্রত। আর প্রবাসের মাঝে কর্ম ব্যস্ততার মধ্যে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়া অনেকটা কষ্টের তারপরও থেমে নেই পর্তুগালের প্রবাসী ক্রীড়াপ্রেমীরা।
পর্তুগালের লিসবনে ক্রীড়া উন্নয়নের জন্য বিশেষ করে পর্তুগালের প্রবাসী এবং নতুন প্রজন্মের কাছে ক্রিকেট খেলাকে আরো জনপ্রিয় করে তুলে ধরার জন্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত ২৫ অক্টোবর এই কমিটির অনুমোদন করা হয়। লিসবনের ক্রীড়াব্যক্তিত্ব জাকির হোসাইনকে সভাপতি, কাজী আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক ও নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানভীর আলম জনি, ছাদেক চৌধুরী, হেলাল খাঁন, আব্দুল মতিন চৌধুরী লাভলু ও আল-আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ফারুক মুস্তাফিজ, কামরুল ফয়ছল ও রিয়াদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমেদ, শাহজাহান ও মুন্না, কোষাধ্যক্ষ রনি শফি, প্রচার সম্পাদক শুভ্র দেব, সহ প্রচার সম্পাদক জামিল, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন রবিন, ক্রীড়া সম্পাদক নাজমুল ইসলাম।
সদস্যরা হলেন, রাতুল, লিক্সন আরফিন, ফয়ছল, সুমন, ইমরান, নাঈম, সাইফুল হোদা, জীবন, সোহান, মামুন, আকাশ, মুনির, রাফি, মোস্তফা, রাজু,মুস্তাফিজ, কাইয়ুম, আশিক হোসাইন, সাব্বির আহমেদ, কাওছার আহমদ।
কমিটির উপদেষ্ঠারা হলেন, আবু সাঈদ, মো. রাসেল আহমেদ, এমদাদুর রহমান রায়হান, আব্দুল ওয়াহিদ পারভেজ।
সংগঠনের সভাপতি জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক নোমান হোসাইন বলেন, পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলাদেশি তরুণদের ক্রিকেটের প্রতি আগ্রহ ও ভালো ক্রিকেটার তৈরির লক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ইন পর্তুগাল কাজ করবে। তাছাড়া খেলাধুলা শরীর ও মনের জন্য উপকারী।
প্রবাসে বাংলাদেশি তরুণদের মধ্যে এর মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। পর্তুগালে ক্রিকেট অনুরাগীদের একত্রিত করার জন্যই আমাদেরএই প্লাটফর্ম। ক্রিকেট ও খেলাধুলার সাথে যুক্ত সকলকে একত্রিত করার জন্যই আমাদের এই উদ্যোগ। সংগঠনটি ক্রিকেট খেলার পাশাপাশি দেশীয় সংস্কৃতি উন্নয়নে এবং পর্তুগালের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজেও জড়িত রয়েছে।
শেয়ার করুন