বাগেরহাটে বাংলাদেশে প্রথম সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে সম্প্রীতির অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতির বাগেরহাট জেলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে সদর উপজেলার ৫৪ টি স্কুলের প্রায় ৩৫০ ছাত্র-ছাত্রী, ৫০ জন শিক্ষক, ব্রেইভ ইয়ুথ, মেন্টর, জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ৫০০ জন উক্ত সম্প্রীতির অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। ২৮ সেপ্টম্বর বুধবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়মে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট উপজেলা সদরের উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোছাব্বিরুল ইসলাম। দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের সহিংস উগ্রপন্থা প্রতিরোধ কমিটির সভাপতি এস কে এ হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজলো মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষন সমন্বয়কারী, জেলা সহিংস উগ্রপন্থা নিরসন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম আজাদ, সাংবাদিক শেখ ইয়ামিন আলি, সাংবাদিক সাকির হোসেন, সোহেল রানা বাবুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে সকলকে শুভেচ্ছ জ্ঞাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বিশিষ্ট নাগরিক জনাব ড. বদিউল আলম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন-বাগেরহাটের মানুষের এ উদ্যোগে আমি অভিভূত, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আপনাদের এ উদ্যোগ অনবদ্য ভূমিকা পালন করবে। সম্প্রীতি অলিম্পিয়াডে সদর উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার ২০ জনকে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনি বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন “আমার জানামতে বাংলাদেশে এই প্রথম সম্প্রীতি নিয়ে অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে, আমি আশা করি এ ধারা অব্যাহত রাখার মধ্য দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠায় এ অনুষ্ঠানটি একটি মাইলফলক হবে।”, উপজেলা ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে বলেন সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার জন্য এ জাতীয় অনুষ্ঠান অতিব জরুরী, হাঙ্গার প্রজেক্ট সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য যে উদ্যোগ পরিচালনা করছে তা সাধুবাদ পাওয়ার যোগ্য।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *