বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বন্ধ হয়ে যাওয়া অবৈধ ইটের ভাটা পুনরায় চালু করতে অন্যের জমি জোড় পূর্বক দখলের চেষ্টা করা এবং জমির মালিকের উপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে । হামলার ঘটনায় মসজিদ বাড়ির মৃত নজর আলী বেপারীর ছেলে আব্দুল আউয়াল বাদী হয়ে বাইশারী ইউনিয়নের আদম আরী বেপারীর ছেলে ছাকিবুল হাসান সুমন, খালেক মৃধার ছেলে ওয়াসিম মৃধা, মসজিদ বাড়ির নেছার উদ্দিনের ছেলে শাহজাহান ফকির, সোহরাব ফকির ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমকে বিবাদী করে
বানারীপাড়া থানায় লিখিত দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার মসজিদ বাড়ির মাদ্রাসা সংলগ্ন একটি ইদের ভাটা পরিবেশের অনুকুলে না হওয়ায় পরিবেশ অদিদপ্তর ও বিভিন্ন সরকারী সংস্থা উক্ত ভাটাটি বন্ধ করে উচ্ছেদ করে দেয়। দীর্ঘদিন পর পুনরায় ইট ভাটাটি চালু করতে পার্শ্ববর্তী আব্দুল আউয়ালের জমি জোড় পূর্বক নিতে চায় বাইশারী ইউনিয়নের আদম আরী বেপারীর ছেলে ছাকিবুল হাসান সুমন, খালেক মৃধার ছেলে ওয়াসিম মৃধা, মসজিদ বাড়ির নেছার উদ্দিনের ছেলে শাহজাহান ফকির, সোহরাব ফকির ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম। মৃত নজর আলী বেপারীর ছেলে আব্দুল আউয়াল জমি দিতে অস্বিকার করলে গত সোমবার দুপুরে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালি করে। একপর্যায়ে বিবাদীরা বাদীর উপর ক্ষিপ্ত হয়ে রড, ইট, লাঠি সোঠা দিয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। বিবাদীদের হামলায় মৃত্যু ফয়জর আলীর ছেলে মোঃ হামিদুর গুরুতর আহত হয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে বিবাদীর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।