বরিশাল প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় সুমন দেবনাথকে সভাপতি এবং সজল চৌধুরীকে সাধারন সম্পাদক করে
ন্যাশনাল সার্ভিসের উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয়েছে। বাংলাদেশে বেকারত্ব দূরীকরনে সরকার বেকার ছেলে মেয়েদের নিয়ে বিগত সময় ২ বছর মেয়াদী ৪র্থ ধাপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ৮ শত ৭৫ জনকে বিভিন্ন দফতরে নিয়োগ দেয়। ২ বছর পর সবাই পুনরায় বেকার হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসের উপজেলার নেতৃবৃন্দের আন্দোলন মুখি সদস্যদের মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বারকলিপি প্রদান ও সংসদে ন্যাশনাল সার্ভিস নিয়ে বক্তব্য তুলে ধরার প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ন্যাশনাল সার্ভিসকে প্রকল্প আকারে নিতীগত সিদ্ধান্ত নেয়ার জন্য তদন্ত টিম গঠন করে সারা বাংলাদেশে তদন্ত করা হবে সরকারের এমন সিদ্ধান্তে ন্যাশনাল কর্মীরা প্রকল্প আকারে চায়না, ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরন চায়, এমন দাবীতে সারা বাংলাদেশের কর্মীরা সোচ্চার হয়ে ওঠে। তাই তাদের দাবীকে তুলে ধরতে জরুরী হয়ে পড়ে উপজেলা কমিটির। সবার দাবীর প্রেক্ষিতে ১ লা মে বুধবার ১১ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ২০১৬ সালের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৪র্থ ধাপের আওতায়, অধিকাংশ কর্মিদের উপস্থিতিতে সাধারন সভা অনুষ্ঠিত হয়। মো: জাকির হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় এবং রুহুল আমিন রাসেলের সহযোগিতায়, উপস্থিত সভায় সকলের সম্মতিক্রমে, সুমন দেবনাথকে সভাপতি, সজল চৌধুরী সাধারন সম্পাদক মোঘল সুমন শাফকাত ( শুভ) কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এছাড়াও কমিটির সিনিয়র সহ সভাপতি স্বপন সিকদার, সহ সভাপতি তাজরিন জাহান ইভা, ইসরাত জাহান সেতু, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ সুমন, প্রচার সম্পাদক মিঠুন চক্রবর্তী , মহিলা বিষয় সম্পাদক পলি সাহাকে দায়িত্বভার অর্পন করা হয়। কমিটির
উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন জাকির হোসেন,
রুহুল আমিন রাসেল, ইলিয়াস শেখ, খুরশিদ জাহান লিমা, সফিক সাহিন, কিশোর সাহা, কেসব লাল বিশ্বাস, সত্যজিত রায়।