বানারীপাড়ায় সাংবাদিকের মাহিন্দ্রা গাড়ি চুরি। দুই ড্রাইভার মামা ভাগ্নে মিলে চুরির ঘটনায় জড়িত।

জাতীয়

বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলায় সাংবাদিক জাকির হোসেন’র মাহিন্দ্রা গাড়ি মামা ভাগ্নে দুই ড্রাইভার মিলে চুরি করেছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায় বানারীপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন’র আলফা মাহিন্দ্রা গাড়ি দীর্ঘদিন যাবৎ উপজেলার ধারালিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে মোঃ সোহাগ ভাড়ায় চালায়। ৩ / ৪ দিন যাবৎ অসুস্থের কথা বলে সোহাগের আপন ভাগিনা উজিরপুর উপজেলার হানুয়া গ্রামের আলমগীর হোসেন’র ছেলে মোঃ আল আমীন হাওলাদার কে বদলি চালাতে দেয়। যা দায়ভার ও সোহাগের বলে সোহাগ জানায়। গতকাল বিকালে রায়ের হাট আমির হোসেন মোল্লার গেরেজের সামনে থেকে আল আমীন জমার ৫০০ টাকা গাড়ি মালিককে দিয়ে গাড়ি নিয়ে যায়। সোহাগ নিজ দায়িত্বে আল আমীনকে গাড়ি দেয় এবং আল আমীন ও তার মা গাড়ির মালিকের সাথে কথা বলে। নিয়মিত টাকা দিবে বলে আল আমীন গাড়ির মালিককে ও জানায়। এদিকে সোহাগ ঢাকায় গেছে এমন সংবাদ চারদিক ছড়িয়ে দিলে ও বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাসস্ট্যান্টে দেখা গেছে। দুই জনের যোগসাজেসে গাড়ি সরিয়ে চুরি বলে চালিয়ে দিতে চাচ্ছে। জমার টাকা ঠিকমত না দেয়ায় কিছুদিন পূর্বে গাড়ির মালিক ড্রাইভার সোহাগকে গাড়ি না দেবার সিদ্ধান্ত নিলে সোহাগের ভগ্নিপতি ও এক ভাই গাড়ির মালিককে রিকোয়েস্ট করেছিল সোহাগকে গাড়ি দেবার জন্য। তারা মালিককে বলে গাড়ি দেন কোন সমস্যা হবে না। কোন সমস্যা হলে আমরা তো আছি। বর্তমানে সোহাগের ভগ্নিপতি রুহুল দায়িত্ব নিয়েছে সমাধান করার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *