জাকির হোসেন, বানারীপাড়া:
বরিশালের বানারীপাড়ায় সর্ববৃহৎ “বানারীপাড়া ইলেকট্রনিক্স পার্ক ” আয়োজিত রাজ্জাকপুর ডে নাইট প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে
অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিতোষ গাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম সফিকুল আলম জুয়েল, ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী মোঃ মাইনুল হাসান রোজেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ তারিকুল ইসলাম মনির সরদার, ইউপি সদস্য সান্টু সরদার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আমির মল্লিক, জুয়েল মল্লিক, যুবলীগ নেতা স্বপন মাঝি, ইলেকট্রনিক পার্কের মার্কেটিং ম্যানেজার মোঃ মুরাদ হোসেন, সহ স্থানীয় বিশিষ্ট সুধীজন। উল্লেখ্য তরুন
ও উদীয়মান ইলেকট্রনিক্স পার্কের স্বত্বাধিকারী মোঃ মাইনুল হাসান রোজেন এলাকার যুবসমাজকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুপ্রানীত পদক্ষেপ নিয়ে থাকেন যা যুবসমাজকে সঠিক পথের নির্দেশনা দেয়। তার এ সকল মহোতী কর্মকান্ড কলুষিত সমাজকে পরিবর্তন করতে রোডম্যাপ হিসেবে কাজ করবে।