হবিগঞ্জের বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। পুড়ে যাওয়া ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৭০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) মধ্য রাতে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিখান শিখায় একে একে ৯টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা দোকানপাট তালাবদ্ধ করে বাড়িতে চলে যান।একপর্যায়ে হাফিজ মিয়ার মুদি মালের দোকানে স্থানীয়রা দেখতে পান আগুন।পরে অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মুদি দোকান ও ফার্মেসীসহ ৯টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
শেয়ার করুন