বিএনপির কমিটিতে স্থান পেতে মরিয়া যুবলীগ নেতা সেন্টু

মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু বিএনপির কমিটিতে স্থান পেতে লবিং চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, আজ ২৬ ফেব্রুয়ারি রাতে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার জন্য সভা হবে। সেই কমিটিতে স্থান পেতে বিএনপির দলীয় নেতাকর্মীদের কাছে দৌড়ঝাঁপ করছেন শাহ আজমল আলী সেন্টু।

অথচ আজমল আলী শাহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যুবলীগের রাজনীতি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে জানা গেছে।বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন বলেন, ‘বিষয়টি আমাদের ওয়ার্ড বিএনপির কিছু সদস্য জানিয়েছেন। সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। বিতর্কিত কাউকে কমিটিতে স্থান দিয়ে আমাদের বিএনপির কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চাই না।

এ বিষয়ে জানতে চাইলে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টু বলেন, ‘আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি বিভিন্ন সময় ছাত্রদল-জাসাসের রাজনীতি করেছি।’

যুবলীগের সভাপতি পদে থেকে কীভাবে বিএনপিতে যোগদান করতে চাচ্ছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নই, আমি মাজারের খাদিম, বিভিন্ন সময় দলীয় নেতারা আমার কাছে আসতেন দোয়া নিতে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমেদ বলেন, ‘বিষয়টি জেনেছি। যুবলীগের ওয়ার্ড সভাপতি কোনো অবস্থাতেই বিএনপির কমিটিতে ঢুকতে পারবে না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান বলেন, ‘এ ধরনের অভিযোগ পাইনি। তবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির বিএনপিতে স্থান হবে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *