সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হলো সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে। সকাল ১০টা থেকে এই মাঠে কোন মোবাইল অপারেটরের উচ্চগতির ইন্টারনেট সেবা মিলছিলোনা। এতে ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীসহ সমাবেশে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকরা।
সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাঠে প্রবেশ করেছেন।
সমাবেশে আসা সিলেট ছাত্রদল নেতা কয়েস খান বলেন, ইন্টারনেট সংযোগ না পাওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ও বন্ধ।
তিনি বলেন, এতকিছু বন্ধ করেও জনসাগম ঠেকানো যায়নি।
সংবাদ সংগ্রহ করতে আসা বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট নাসির উদ্দিন সিলেটলাইন-কে জানান, সকাল থেকে সাংবাদিকদের জন্য নির্ধারিত জায়গায় বসে আছি। হঠাৎ করেই ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সংবাদ পাঠাতে পারছি না।
শেয়ার করুন