বিএনপির পদযাত্রায় হিটস্ট্রোকে যুবদল নেতার মৃত্যু

জাতীয়

ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হিটস্ট্রোকে রুহুল আমীন সরকার (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর চরপাপড়া এলাকায় পদযাত্রা কর্মসূচি চলাকালে তিনি হিটস্ট্রোক করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রুহুল আমীন সরকার দক্ষিণ জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহুল আমীন সরকার যুবদলের সক্রিয় নেতা। তিনি দুপুরে আমাদের সঙ্গে পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত হন। এসময় নগরীর চরপাড়া এলাকায় পদযাত্রাটি পৌঁছালে একপর্যায়ে রুহুল আমীন অসুস্থবোধ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গরমে রুহুল আমীন হিটস্ট্রোক করেন বলে চিকিৎসকরা জানান।

এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, বিএনপির পদযাত্রায় হিটস্ট্রোকে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে লিখিত কিছু জানানো হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *