বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম মজুমদারকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে মল্লিক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০০৮ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে প্রায় ১৭ বছর যাবৎ বিএবির নেতৃত্ব দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মজুমদার।
তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান।
আগস্টের প্রথম দিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর, কেন্দ্রীয় ব্যাংক তাকে এবং তার স্ত্রী নাসরিন ইসলামকে ২৯ আগস্ট ব্যাংকের পর্ষদ থেকে অপসারণ করে।
এর আগে, গত ২৫ আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংককে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।
শেয়ার করুন