স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে পুস্পস্হপক অর্পন ও জাতির সুর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা শেষে দুপুরে কলজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের প্রভাষক সালমা বেগমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আলতাব আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক (ইংরেজি বিভাগ) আব্দুর রশিদ মঙ্গল।
এসময় কলেজের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন।