বিতর্কিত উপদেষ্টা নিয়োগের মাস্টারমাইন্ড কে, প্রশ্ন পিনাকী ভট্টাচার্যের

বাংলাদেশ

সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানো হয়েছে। নিয়োগ পেয়েছেন আরও তিন সদস্য। নতুন দুই উপদেষ্টার মধ্যে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। বিতর্কিত ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় তীব্র সমালোচনা করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য।

পিনাকী ভট্টাচার্য তার ক্ষুরধার ও যুক্তিপূর্ণ আলোচনায় উপদেষ্টা পরিষদকে ‘হাঁটুভাঙ্গা’, ‘অযোগ্য’ বলে মন্তব্য করেছেন। বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য আরেক উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি এবং দেশের  দুটো মিডিয়া প্রতিষ্ঠানকে দায়ী করেছেন এই জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিনাকী ভট্টাচার্য অযোগ্য ও বিতর্কিতদের উপদেষ্টা নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি তিনি নিজের ইউটিউব চ্যানেলে ‘বিতর্কিত উপদেষ্টা নিয়োগের মাস্টারমাইন্ড কে?’ শিরোনামের ভিডিও কনটেন্টে সমালোচনায় মুখর হয়েছেন।

পিনাকী ভট্টাচার্য বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা কী নির্বাচনের জন্য, রোডম্যাপের জন্য জীবন দিয়েছেন? তারা জীবন দিয়েছেন, একটা ব্যবস্থার পরিবর্তনের জন্য। সেটা ডিসেম্বরের মধ্যে হলে, ভালো। তবে, এই সময়ের মধ্যে ব্যবস্থার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

একাধিক ভিডিও বক্তব্যে ফারুকীকে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আসিফ নজরুলের ভূমিকা আছে উল্লেখ করেন পিনাকী ভট্টাচার্য। এ সম্পর্কে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,‘ফারুকী ইস্যু আসায় সবচেয়ে লাভ হইলো আসিফ নজরুলের। আগে সবাই আসিফ নজরুলরে গালাইতো, এখন ফারুকীরে গালাইবে। ভুদ্দি হ্যাজ।’

বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ গণমাধ্যম ‘প্রথম আলো’ ও দ্য ‘ডেইলি স্টার’ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এটাও উল্লেখ করেন পিনাকী। তিনি উল্লেখ করেন, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সরাসরি ভূমিকা রেখেছেন ওই দুটো গণমাধ্যম।

উপদেষ্টা পরিষদ যোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ ঠিক মতো কাজ করছে না। তবে এই উপদেষ্টা পরিষদ গঠনে বিএনপির দায় আছে, তারা কেন এমন অথর্ব উপদেষ্টা পরিষদকে মেনে নিল, প্রশ্ন রাখেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলে, উপদেষ্টা পরিষদে যোগ্য লোক নিয়ে দ্রুত সংস্কার করার কথা বলেন তিনি।

উপদেষ্টা পরিষদকে অথর্ব, জরাজীর্ণ, হাঁটুভাঙ্গা উল্লেখ করে বিএনপির উদ্দেশে তিনি বলেন, নামগুলো তো আপনারাই দিয়েছেন। আপনারা সব দুর্বল লোকের নাম দিয়ে, এখন তাদের কাছে দ্রুত নির্বাচন চাইলে তো হবে না।

নতুন করে উপদেষ্টা পরিষদের জন্য তিনি জরিপ করে জনমতের ভিত্তিতে যোগ্য উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন। নইলে সংস্কারে বর্তমান উপদেষ্টা পরিষদের কতদিন সময় লাগবে, সেজন্য বিএনপিকে অপেক্ষা করতে বলেন তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *