বিমানবন্দরে প্রবাসীকে চড়, কাস্টমস কর্মকর্তা বরখাস্ত

জাতীয়

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসীকে চড় মারার অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে!

সোমবার (৮ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুস সাদেক।

তিনি বলেন, রোববার সোহেল রানাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। কাস্টমস আইনে যেকোনো যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু কাউকে কোনোভাবে শারীরিক বা মৌখিকভাবে আঘাত করা হলে তা বরদাশত করা হবে না।

ভুক্তভোগী ওই যাত্রীর নাম ইমতিয়াজ মাহমুদ। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলীতে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাত ১২টা ১০ মিনিটে মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে আসেন ইমতিয়াজ। এরপর কাস্টমস কর্মকর্তা সোহেল রানা তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং চড় মারেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *