ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বন্যার্ত ১২৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামস্থ হাজী হিরা মিয়ার বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মতো কথায় বিশ্বাসী নয়, আওয়ামী লীগ কাজে বিশ্বাসী। তাই করোনাকালীন সময়ে থেকে মাসখানেকের ব্যবধানে হয়ে যাওয়া দ্বিতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সব সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আছেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আছেন। প্রধানমন্ত্রী সিলেট-সুনামগঞ্জে বন্যার খবর পেয়ে শত ব্যবস্থার মধ্যেও ওই এলাকায় ছুটে এসেছেন বন্যার্তদের খোঁজ-খবর নিতে ও বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখতে। আর ওই দূর্যোগের সময় কাউকে ত্রাণের জন্য কষ্ট করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌঁছে যাবে। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থদেরকেও পুনর্বাসন সরকার করবে।
অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দস আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
অনুষ্ঠানে এসময় অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি লিয়াকত আলী, সদস্য আব্দুন নূর, আহমদ আলী, আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি আরশ আলী, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, ২নং ওয়ার্ডের সভাপতি মহি উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজ আলী, ৩নং ওয়ার্ডের সভাপতি ছগির আলী, সাধারণ সম্পাদক আয়না মিয়া, ৪নং ওয়ার্ডের সভাপতি মনু মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ৫নং ওয়ার্ডের সভাপতি ছিদ্দেক আলী, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি আমরোজ আলী, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি তবারক আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ৮নং ওয়ার্ডের সভাপতি হানিফ আলী, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ৯নং ওয়ার্ডের সভাপতি হাজী আযম আলী, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন