বিশ্বনাথের দুর্লভপুর গ্রামে ‘নৌকা’ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্টিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র ‘নৌকা’ প্রতীকের সমর্থনে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে স্হানীয় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুর্লভপুর গ্রামস্হ মুসলিম আলী’র বাড়িতে ওই উঠান বৈঠক অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র ভাতিজা নিজাম উদ্দিন।

৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. লাল মিয়া লালু মেম্বার এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আকবর হোসাইন এর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও স্হানীয় গ্রামের বাসিন্দা মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছ উদ্দিন সমছু, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি ও স্হানীয় আতাপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো. হরমুজ আলী, রাখালগঞ্জ মাদরাসার শিক্ষক ও স্হানীয় দুর্লভপুর গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল গনি, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নীরেন্দ্র দাশ, লামাকাজী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা লুকমান আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. তৈমুছ আলী, পীর ইদ্রিস আলী, দুর্লভপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন, ইলিয়াছ আলী, মকবুল আলী, আব্দুল হাই, আব্দুল কাদির, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. আলী আকবর লিকন, খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগ নেতা কামরুজ্জামান, জয়নাল আবদীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *