স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার উদ্যোগে নাহু সরফ এর বিশেষ কোর্স রবিবার (২২ ডিসেম্বর) বাদ জোহর মাদরাসার হলরুমে উদ্ভোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।
বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, আরবি প্রভাষক হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল আলম, সৎপুর কামিল মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক ইমরান আহমদ, দূর্লভপুর মুহাম্মদীয় দাখিল মাদ্রাসার শিক্ষক মো. বায়েজিদ আহমদ, জাকির আহমদ সালমান।
এসময় দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাসুদ আহমদ আরিফ, হাবিবুর রহমান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্হিত ছিলেন।