স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও দৌলতপুর গ্রামের কৃতি সন্তান আলী আকবর মিলনের মেয়ে নাদিয়া ফেরদৌস যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যংক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানের সহিত মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে।
নাদিয়া স্কুল জীবনের প্রথম থেকেই সে খুবই মেধাবী ছিল, এসএসসি (হিউমিনিটি) ২০১১, এইচএসসি ২০১৩, বিবিএ ২০১৮, এমসি ম্যানেজমেন্ট ২০২৩, মাস্টার্স ডিগ্রি ফার্স্টক্লাস অর্জন করে।
নাদিয়ার এই কৃতিত্বপুর্ণ ফলাফলের জন্য তার গর্বিত বাবা ইউপি সদস্য আলী আকবর মিলন ও মাতা এলিজা বেগম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আর আপনাদের সকলের ভালবাসায় আজ আমার মেয়ে এই পর্যন্ত পৌছেছে, জীবনের বাকিটা সময় যেন আমার মেয়ের এই কৃতিত্ব সাফল্য বজায় রেখে আলোকিত জীবন গড়তে পারে সকলে নিকট এই প্রার্থনাটুকু রইলো।
শেয়ার করুন