ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পরাগমহল গ্রামে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সাপ্তাহিক শাখার বিদায়ী অনুষ্টান, প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পরাগমহল জামে মসজিদে সাপ্তাহিক দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধক্ষ্য মাওলানা ছালেহ আহমদ বেতকুনী।
শাখা কেন্দ্রের সহ-সভাপতি নাজির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরশ আলী গনি, বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার সুরজ আলী, যুক্তরাজ্য প্রবাসী আরশ আলী।
কেন্দ্রের প্রধানক্বারী মাওলানা কয়েছ আহমদ ও কেন্দ্রের নাজিম সামসাদ আহমদের যৌথ সঞ্চালনায় শাখার পক্ষ থেকে অতিথিদের সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. লাল মিয়া লালু, শাখা কেন্দ্রের ক্বারী, শিষার্থীসহ প্রমুখ।