ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে ‘ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বুধবার (২০ জুলাই) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ও ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেস্টা মোহাম্মদ ফয়জুল হক এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে মেডিকেল চেকআপ ও ঔষধ প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, বিশেষজ্ঞ চিকিৎসক শেখ সাদী মোহাম্মদ, সাব্বির আহমেদ শুভ ও সাব্বির আহমেদ।
সেচ্ছাসেবক হিসেবে মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগীতা করেন আব্দুল গণি, সামছু মিয়া লালা, জানু মিয়া, আবুল কালাম, সৈয়দ জুয়েল, হাফেজ শরিফ উদ্দিন, আব্দুল হেকিম, নুর রহমান ও সুহেল মিয়া।