বিশ্বনাথের লামাকাজীতে উপকারভোগীদের মধ্যে ভাতা’র বই বিতরণ

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে সরকার অনুমোদিত ২০২৩-২৪ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মধ্যে ভাতা’র বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ টায় লামাকাজী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৪০ টি ভাতা’র বই বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাতির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া।

সাংবাদিক ফারুক আহমদ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, সচিব অমিত সিংহ, সদস্য চমক আলী মেম্বার, মো. শাহনুর আহমদ, প্রতাব পাল।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফারুক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহকারী সচিব রাফসান আহমদ।

এসময় পরিষদের মেম্বার জসিম উদ্দিন, মো. আফজল হোসেন, শ্রী নেপাল চন্দ্র দে, জিসু আচার্য্য, সোহাদা বেগম, আপ্তারুন নেছা, দিলারা বেগম, ইউনিয়ন সমাজকর্মী শামীম আহমদ, সংগঠক শহিদ খান আতা, সমর আলী, নাজিম উদ্দিন, পরিষদের উদ্যোক্তা শাহজাহান আহমদ, রিমা বেগম, উপকারভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *