ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
যথাযোগ্য মর্যাদায় সিলেটের প্রাচীনতম দ্বীনী দরসগাহ ঐতিহ্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে ছাত্র-শিক্ষক ও আশিকে রাসূলদের স্বতঃস্ফুত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “মুবারক র্যালি”।
ছাত্র সংসদের সভাপতি ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেবের সভাপতিত্বে ও এ.জি.এস মুহাম্মদ ইউসুফ খান এর সঞ্চালনায় র্যালি পরবর্তী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পূণ্যময় জীবন ও কর্ম বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাহফিলে মিলাদুন্নবী (সা.)এ সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনুর হোসাইন বিপ্লব, প্রভাষক (ইসলামের ইতিহাস) হাবিবুর রহমান, প্রভাষক (আরবি) মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, শাহ সূফী মুজাম্মিল আলী (র.) দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা ছাদিকুর রহমান, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ ফয়জুল হক, রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা আলমাছ আলী, মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য আতাউর রহমান, সুনাফর আলী, মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মিছবাহুদ্দীন, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আ. ফ. ম. ছালমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শামীম আহমদ (খন্ডকালীন), মাওলানা নিজাম উদ্দিন (খন্ডকালীন), সুলেমান আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. হাবিবুর রহমান মনু।
ছাত্র সংসদের জি.এস মো. আব্দুল মুকিত জুমান’র শুভেচ্ছা বক্তব্যে সূচিত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সদ্য সাবেক শিক্ষার্থী মাওলানা ইমরান মাহমুদ, মাওলানা বদরুল ইসলাম, ভিপি মো. আব্দুল হান্নান, সহ সাধারন সম্পাদক ইমরান আহমদ সহ বিশ্বনাথ থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, এলাকার সম্মানিত ইমাম সাহেবগণ, মুরব্বিয়ানেকেরাম, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, হুসাইনিয়া ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
শেয়ার করুন