বিশ্বনাথে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা

সিলেট

স্টাফ রিপোর্টার:

‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪ প্রকল্পের মূল শুমারির কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা তিনটি জোনের উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন সিলেট ডিসিসি-৩ উপ পরিচালক তুফায়েল আহমদ।

এসময় প্রশিক্ষক হিসাবে উপস্হিত ছিলেন জোনাল অফিসার-১ শংকর কুমার দাশ, জোনাল অফিসার-২ বাবলু দাশ, জোনাল অফিসার-৩ বিপ্রেস তালকুদার, আইসিটি সুরারভাইজার প্রশিক্ষক মাহমুদুল হাসান চৌধুরী, রাজন পাল, নাইম উদ্দিন, রফিক আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *