ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে আনজুমানে আশিকানে মোস্তফা সা. পরিষদের উদ্যোগে দুবাই আবুদাবি প্রবাসী আব্দুল মুছব্বির, পর্তুগাল প্রবাসী মো. আব্দুস সুবহান ও পরিষদের দীর্ঘ দিনের সহ সভাপতি মো. তারেক আহমদ এর প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব উপজেলার প্রিতীগন্জ বাজারস্হ পরিষদের কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্টিত হয়। এসময় পরিষদের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বায়েজীদ আহমদ এর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পরিষদের অফিস সম্পাদক হাফিজ মো. আব্দুল ফাত্তাহ।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুসলিম আলী, বাজার কমিটির সভাপতি ও পরিষদের উপদেষ্টা মো. আব্দুল গফুর, পরিষদের সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াছির আলী, প্রচার সম্পাদক ইউসুফ আলী সুজন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর, সদস্য মুহিবুর রহমান, লোকমান আহমদ সহ আরও প্রমুখ।
শেয়ার করুন