বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুন্নেছা বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ

স্টাফ রিপোর্টার;

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর )বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নস্থ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রাক্তন শিক্ষার্থী সিরাজ উদ্দিন আহমদ ও একাডেমি দক্ষিণ সুরমার সহকারী প্রধান শিক্ষক মোকাব্বির আলীর যৌথ সভাপতিত্বে এবং বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী সুহেল মিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তাক আহমদ রুহেল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, আমিনুল ইসলাম, ফেরদৌস আহমদ, আব্দুল মালেক, শাবানা বেগম, আমিনুল ইসলাম বেলাল, শুভা আক্তার আঙ্গুরা, আকবর হোসেন সুহেল, আক্তার হোসেন, রিয়াজ উদ্দিন।

শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী রবিউল ইসলাম।
আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে উপদেষ্টা কমিটি ও প্রায় ১৪ টি উপ-কমিটি গঠনসহ আগামী ২০২৫ সালে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠান পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের কয়েকশত প্রাক্তন শিক্ষার্থী। পরে মহান মাবুদের দরবারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম পীর লিয়াকত হোসাইনসহ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল মরহুমের মাগফেরাত ও জীবিতদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *