ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া বিশ্বনাথ উত্তর উপজেলা শাখার বার্ষিক মুখপত্র ‘আলোর পরশ’র মোড়ক উন্মোচন ও মুসলিম উম্মাহর ক্রান্তিকাল; ছাত্রসমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার কনফারেন্স হলরুমে বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিযের আয়োজনে অনুষ্টিত ‘আলোর পরশ’র মোড়ক উন্মোচন ও মুসলিম উম্মাহর ক্রান্তিকাল; ছাত্রসমাজের করণীয় শীর্ষক সেমিনারের শুভ উদ্ভোধন করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তালামিযের সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদ।
প্রধান আলোচকের বক্তব্যে মুসলিম উম্মাহর কান্তিকাল: ছাত্রসমাজের করণীয় শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তায়্যিবাহ ফাউন্ডেশন সিলেটের পরিচালক হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী।
উপজেলা তালামিযের সভাপতি বায়েজিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় তালামিযের প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামিযের সভাপতি কুতুব আল ফরহাদ, সহকারী নির্বাচন কমিশনার সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান।
শাখার সাধারণ সম্পাদক আল আমিন সুমন ও সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামিযের প্রচার সম্পাদক শেখ বেলাল আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হোসাইনিয়া ছাত্র সংসদের ভিপি দিলওয়ার হোসাইন, মাদ্রাসা শাখা তালামীযের সভাপতি জুম্মান আহমদ।
শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, হোসাইনিয়া ছাত্র সংসদের জিএস আব্দুল ওয়াহহাব, সাংগঠনিক সম্পাদক ইউসুফ খান, বিশ্বনাথ উত্তর উপজেলা তালামিযের সাবেক সভাপতি হাফিজ শাহিন আহমদ, শাহিনুর আমিন, আব্দুল হান্নান, উপজেলা শাখার সহ সভাপতি হাফিজুর রহমান, অফিস সম্পাদক রুমান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক আব্দুল কাদির হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাইদ, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।