বিশ্বনাথে আহত ওসির গাজী আতাউর রহমানের শয্যাপাশে শফিকুর রহমান চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সেতুর টোল ফাঁকি দেওয়াকে কেন্দ্র করে রোববার (১৬ অক্টোবর) রাতে ‘মির্জারগাঁও ও পাঁচগাঁও গ্রামবাসীর সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হওয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের খোঁজ-খবর নিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে শফিক চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ওসি গাজী আতাউর রহমানকে দেখতে থানায় যান। এসময় আহত ওসির চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এরপর এক প্রতিক্রিয়ার শফিক চৌধুরী স্থানীয় সাংবাদিকদের বলেন, ঘটনাটি খুবই নিন্দনীয় ও দুঃখজনক। এঘটনার সাথে প্রকৃত জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত এবং নিরীহ কোন লোক যাতে হয়রানীর শিকার না হন আমাদের সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া রোববার রাতেই ঘটনায় আবারও প্রমাণিত হল লামাকাজীতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা কতটা জরুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *