স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ইক্বরা মডেল একাডেমী এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্টান ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সিংগেরকাছ বাজারস্হ একাডেমীর ক্যাম্পাসে ফলাফল ও প্রকাশ ও সমাবেশ সম্পন্ন হয়।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: দিদার হোসেন ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জুনেদ আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ মাওলানা রেজাউল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো: নিজাম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলার সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ, সিংগেরকাছ আলীম মাদ্রাসার বিএসসি শিক্ষক ফোরকানুল ইসলাম।
শরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ক্বারী মৌলভী মো: আশরাফ উদ্দিন।
এসময় উপস্হিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুল জাহির, বিশিষ্ট ব্যবসায়ী ছাদিকুর রহমান, ইদ্রিস আলী, এরশাদ আলী, রাকিবুল ইসলাম, অভিভাবক সদস্য সাহেদুজ্জামান সুপার, খছরুজ্জামান প্রমুখ ।