ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া (এমএ) কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা নু’মান আহমদ বলেছেন, দান করলে ধন কমেনা বরং আল্লাহ দানের বরকতে ধন বাড়িয়ে দেন। বৃত্তবানরা এ দুর্যোগে বানভাসী মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় একজন মানুষ শান্তি পাবে, উপকৃত হবে।
তিনি শুক্রবার ৮ জুলাই বিশ্বনাথ সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামে হাজী মো. ইলিয়াছ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত বন্যার্ত ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্থার সভাপতি মাষ্ঠার ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বসির উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল চৌধুরী, মাওলানা ওবায়দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী আশিকুর রহমান, আবু সুফিয়ান, আবুল লেইছ, গন্ধারকাপন জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুর রহমান, সংগঠক নাঈম উদ্দিন শাহান, তাহমিদ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে গন্ধারকাপন গ্রামের ৫০ পরিবারের সদস্যদের মধ্যে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে দু’আ পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক।