
সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভা কক্ষে সভা অনুষ্ঠিত সভায় উপজেলারশীতকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, পৌর শহরের নতুন বাজার টিএনটি রোডের বিভিন্ন স্থানে স্তুপ হয়ে থাকা বর্জ্য অপসারণ ও ডাস্টবিন দেওয়া, বাসিয়া নদীর বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ ও সুরমা নদীর সাথে বাসিয়া নদীর সংযোগ মূখ পুনঃখনননের উদ্যোগ গ্রহন করারদাবী’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
সহকারী কমিশনরা (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সৈয়দ বদরুছ ছালেকীন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আক্রামুল ইসলাম, মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন


